প্রেস বিজ্ঞপ্তি:::
ইতালির নাপলি সানজুসেপ্পে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হলো “বিয়ানীবাজার এসোসিয়েশন”র কার্যকরি কমিটি। দীর্ঘ ২০ বছর যাবত বাঙালিদের বসবাস ইতালির নাপলী শহরে। এই শহরে বাঙালিদের অনেক সামাজিক সংগঠন আছে কিন্তু বিয়ানীবাজারের কোন সংগঠন নেই।তাই বিয়ানীবাজারের কৃতি সন্তানরা একত্রিত হয়ে তৈরি করলেন বিয়ানীবাজার এসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠন।উক্ত সংগঠনের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন বিয়ানীবাজারের কৃতি সন্তান ফয়েজ উদ্দিন।
গত ২৭শে এপ্রিল,২০২৪ইং(শনিবার) রাতে
ইতালির অনলাইন বঙ্গ টিভির চেয়ারম্যান- আনোয়ার হোসেন কে সভাপতি ও সুলেমান আহমদ স্বপন কে সাধারণ সম্পাদক করে বিয়ানীবাজার এসোসিয়েশন”র ৫১ বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এন টিভির এক সাক্ষাতে বিয়ানীবাজার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন বলেন, আমাকে এই সংগঠনের সহ-সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এতে আমি খুবই আনন্দিত ও আমার নেতৃবৃন্দের প্রতি চিরকৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমার সবসময় চেষ্টা করব সংগঠনের সকল আইন-কানুন মেনে সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে।আমরা বিয়ানীবাজার এসোসিয়েশন তৈরি করেছি দেশ ও জাতির কল্যাণের জন্য।আমি আমার প্রাণের নবগঠিত সংগঠন বিয়ানীবাজার এসোসিয়েশনের সর্বদা কল্যানে কাজ করে যাবো। আমি আশাবাদী এই সংগঠন দ্বারা দেশ ও জাতি উপকৃত হবে
পরিশেষে তিনি নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।