Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারজুড়ীতে উপ-নির্বাচনে সিরাজের বিজয়

জুড়ীতে উপ-নির্বাচনে সিরাজের বিজয়

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে বিশাল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। তিনি তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ সালাম মোরগ প্রতীক নিয়ে ৫৭১ ভোট পেয়েছেন।

অন্য প্রার্থীদের মধ্যে আবু সাঈদ ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৫০৩ ভোট পেয়েছেন, মোঃ সোলেমান আহমদ ফুটবল প্রতীক নিয়ে ১৭৬ ভোট পেয়েছেন ও হুমায়ূন কবির বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে মাত্র ২ ভোট পেয়েছেন।

এর আগে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সাধারণ ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

বশিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৪৪৬৮ জন ভোটারের মধ্যে ২৫৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল ভোট ২৮ টি। এ উপ-নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত ইউপি নির্বাচনে এ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে এ ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, মরহুম জয়নাল আবেদীনের অসমাপ্ত কাজগুলো যাতে করে যেতে পারি এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই। এটা আমার বিজয় নয়, এটা জনগণের বিজয়, সত্যের বিজয়।

ভোটগ্রহণ পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন, ওসি তদন্ত হুমায়ূন কবির এবং উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আরিফ খান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম তালা প্রতীক নিয়ে ১৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments