বিশেষ প্রতিনিধি,
কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৪ গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় দিকে কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকায় সিলেটগামী পাথরবাহী ট্রাকের (ঢাকা মেট্টো) ট-২৪-৩৭২২ ধাক্কায় সিএনজির ৬ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃ’ত ঘোষণা করেন।
উপস্থিত সময়ে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার পুত্র শাহ আলম (৪৫), ছাতক থানার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার পুত্র হারুন (৪০) তার ভাই নয়ন মিয়া (২৫), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রঞ্জিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)।
নয়ন মিয়ার আত্মীয়সূত্রে জানা যায়, নয়ন মিয়া সৌদি আরব প্রবাসী। তিনি দুই মাস আগে ছুটিতে এসেছেন দেশে।
জানা যায়, কোম্পানীগঞ্জ থেকে পাথরবাহী ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলো, সিএনজি চালিত অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে (ড্রাইভারসহ ৬ জন) কোম্পানীগঞ্জ আসছিলো, গৌরিনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন। সড়ক দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে যায় থানা পুলিশ। ঘটনার সাথে সাথে স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। রাত পৌনে ১০টা পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছি।