বিশেষ প্রতিনিধি,
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভিক্ষা করবেনা প্রতিশ্রুতিতে সরকারের পুনবার্সন প্রজেক্টে ঘুরে দাঁড়াচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষু্ক আব্দুস সাত্তার।
উপজেলা সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের রাউলিগাঁও গ্রামের আব্দুল আজিজের পুত্র দৃষ্টি প্রতিবন্ধী আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পরিবারের সদস্যদের ভরনপোষণসহ সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে আসছিলেন। সম্প্রতি বিষয়টি দৃষ্টিগোচর হয় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের।
মঙ্গলবার বিকালে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত এক কর্মসূচিতে ওই প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুস সাত্তারের হাতে মালামালসহ ভাসমান ভ্যান দোকান তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, জহিরুল ইসলাম, মোহাম্মদ মিলন খাঁন, আব্দুল হামিদ, ইজ্জত আলী, হারুনুর রশিদ, ইউপি সদস্য আব্দুল হান্নান, উমর গনি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।