Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

 

শাহ সুমন, বানিয়াচং::

উপজেলা প্রশাসনের আয়োজনে বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল এগারোটায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজা তন্ত্রী বাংলাদেশ সরকার প্রণীত বাংলাদেশ স্বাধীনতা ঘোষণাপত্র।

এ দিন থেকে স্থানটি মুজিবনগর নামে পরিচিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা ও স্বদেশ ভূমি থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ও নির্দেশিত পথে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে স্বাধীন- সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন করা হয়।

উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান মঞ্জিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোঃ মলয় কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ নেজাউন উল্লা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেব, শিশু সুরক্ষা সমাজকর্মী সৈয়দ সুহেল রানা, প্রমুখ। উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments