Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদিরাইয়ে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু

দিরাইয়ে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু

 

 

 

সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি,

 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বজ্রাঘাতে দুইজন কৃসকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দিরাই উপজেলার ভাটিপড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মালেকনূর ও কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর নূর। মঙ্গলবার সন্ধ্যায় এ হতাহতের ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধুরাপুর মান্দার হাটির মৃত উকিল উদ্দিন এর ছেলে মালেকনুর (৪৫) গ্রামে মধুরাপুর রমজানপুর হাওরে নিজের জমিতে ধান মাড়ার মেশিন নিয়ে ধান মাড়াই করতে যান। হঠাৎ বজ্রপাত হলে তিনি বজ্রাঘাতে আহত হন পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস।থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মালেকনূরের পরিবারে ২ ছেলে ২ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

 

এ ব্যাপারে ভাটিপড়া ইউপি সদস্য এমদাদ হোসেন চৌধুরী জানান, সন্ধ্যা ৭ টায় হঠাৎ বজ্রপাতে মধুরাপুর গ্রামের মালেকনুর জমিতে ধান মাড়াই দিতে মাড়াই মেশিন নিয়ে রমজানপুর হাওরে গিয়েছিলেন বজ্রপাতে আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

অপরদিকে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের হাওওে ধান আনতে গিয়ে বজ্রাঘাতে আরো একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ আব্দুনুর(৩৮) তিনি ইউনিযনের রসুলপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি।

 

এ ব্যাপারে কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন জানান, রসুলপুর গ্রামের আব্দুর নূর বাড়ীর পাশে জমিতে কাজ করার সময় বজ্রপাত হলে তিনি মারা যান। এদিকে উপজেলার জগদল ইউনিয়নের বকশিপুর গ্রামে বজ্রপাতের সময় একটি নারিকেল গাছে আগুন লেগে যায়।

 

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments