বিশেষ প্রতিনিধি,
রাজশাহীতে গোদাগাড়ীতে মসজিদের আম গাছের পাতা ছাগল খাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় রুহুল আমিন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার দিগরাম ঘুন্টিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
রুহুল আমিন দিগরাম ঘুন্টিঘর এলাকার ফজলুর রহমানের ছেলে। আটককৃতরা হলেন সাদেকুল ইসলাম, আরিফুল ইসলাম ও জামাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যক্তি সাদেকুল ইসলামের একটি ছাগল মসজিদের আম গাছের পাতা খেয়ে ফেলে। তা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন সাদেকুলকে ডেকে বারণ করেন ছাগল ছাড়তে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পরে সন্ধ্যা সাতটার দিকে সাদেকুলসহ আরও কয়েকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভাপতির পক্ষে কথা বলায় রুহুল আমিনকে রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এ সময় রুহুল আমিনকে বাঁচাতে আসলে নাজিরুল ইসলামও আহত হন। পরে তাদের উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।