Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারউপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ জুড়ীতে মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী

উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ জুড়ীতে মনোনয়নপত্র জমা দিলেন ১৭ প্রার্থী

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো শুধুমাত্র অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জামানতের টাকা জমা দেয়ার শেষদিন ছিল। চার ধাপের এই নির্বাচনের প্রথম ধাপে ১৫০ টি উপজেলার নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে প্রথম ধাপে আগামী ৮ মে মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপের এ উপজেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৫ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

জুড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আমেরিকা প্রবাসী কবির উদ্দিন, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু, ব্যবসায়ী রুবেল আহমদ‌।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম ও সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম।

জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জুড়ীতে প্রথম ধাপে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ এপ্রিল অনলাইনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments