Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে ৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও...

শ্রীমঙ্গলে ৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ, ডিওপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

শনিবার(১৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রালয়ের কৃষি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক অফিসের হিসাবরক্ষক সুদীপ দাস রিংকু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।

এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়া, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ প্রমুখ।

 

প্রত্যেক কৃষককে ১ বিঘা জমি আবাদের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিওপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন। এর মধ্যে মির্জাপুর ইউনিয়নে ৪৫০ জন, ভুনবীর ইউনিয়নে ৬০০ জন, শ্রীমঙ্গল ইউনিয়নে ৪৫০ জন, সিন্দুরখাঁন ইউনিয়নে ৫৫০ জন, কালাপুর ইউনিয়নে ৫৫০ জন, আশিদ্রোন ইউনিয়নে ৬৫০ জন, রাজঘাট ইউনিয়নে ১০০ জন, কালীঘাট ইউনিয়নে ১৫০ জন, সাতগাঁও ইউনিয়নে ১০০ জন কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments