বিশেষ প্রতিবেদক :
সৌন্দর্য পিয়াসী প্রতিটি নারীই নিজের ত্বকের ঔজ্জ্বল্য পেতে চায়। আর প্রত্যেক নারীর মসৃণ ও জেল্লাদার ত্বক পেতে নানা কসরত করেন। এবার নববর্ষ আর ঈদ মিলিয়ে অনেকেই নানা উপায়ে ত্বকের যত্ন নিতে শুরু করেছেন। আপনিও যদি তাদের একজন হয়ে থাকেন, তাহলে আর দেরি নয় – চলুন জেনে নেই অ্যালোভেরা ও গোলাপজল ঠিক কীভাবে ব্যবহার করলে ত্বকের ঔজ্জ্বল্য পাবে। পহেলা বৈশাখের উৎসবে সামিল হওয়ার আগে ত্বকের পরিচর্যা নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন বিউটিশিয়ান কানিজ ফাতেমা সুমাইয়া।
বাঙালির মনে ইতিমধ্যেই নববর্ষের আনন্দের উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। এবার বাংলার ঘরে ঘরে যে উৎসব হবে তাতে ৪৫ বছরের নারীও চাইবেন ২৫ বছরের জেল্লাদার ত্বকের অধিকারী। তাদের ত্বকের ম্যাজিক দেখাতে এমনই এক উপায় দেখাবে আলো অ্যালেভেরা।
পহেলা বৈশাখের কেনাকাটা তো ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তবে শেষ সময়ে বঙ্গললনারা নিজেদের ত্বকের লাবণ্য ফেরাতে পার্লারে ভিড় করছেন। তাদের বলবো – একাধিক উপকারী উপাদানে ঠাসা এক ফেসপ্যাক আপনার ত্বকের লাবণ্য তো বাড়াবেই, সেই সাথে ত্বকের মসৃণতা ধরে রাখতে সাহায্য করবে। তো ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাকটি। এজন্যই প্রয়োজনে পরবে ৩ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ গোলাপজল, ১ চামচ ভিটামিন ই অয়েল, আধা চামচ লেবুর রস ও রোজ এসেনশিয়াল অয়েল।
ফ্যাসপ্যাক বানানোর নিয়ম :
প্রথমে অ্যালোভেরা জেল ব্লেন্ড করে তাতে ২ চামচ গোলাপ জল দিন। এবার এই উপকরণগুলোর মধ্য ভালো করে মিশিয়ে দিন ভিটামিন ই অয়েল। এরপর লেবুর রস দিয়ে ১/২ ফোঁটা রোজ এসেনশিয়াল অয়েল ঢালুন। তারপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফেসপ্যাকটি।
ফ্যাসপ্যাক ব্যবহার করার নিয়ম :
ফেসপ্যাকটি লাগানোর আগে একটা ভালো ওয়েট উইপস দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। তারপর ১০/১৫ মিনিট অপেক্ষা করে ভালো করে মুখ ধুয়ে নিন। আর হ্যাঁ, মুখ ধোয়ার পর টোনার ও ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
ফেসপ্যাকের গুণাবলী :
অ্যালোভেরার মধ্যকার এন্টি অক্সিডেন্টের গুণে আপনার ত্বকের ভিতরে জমে থাকা টক্সিক পদার্থ বের হয়ে যাবে। ত্বকের ফ্রি রেডিক্যালস এর বিরুদ্ধেও ভালোভাবে কাজ করে অ্যালোভেরা। এর ফলে ত্বকে বয়সের ছাপ অনেক কমে যায়। ভিটামিন ই ফ্যাটি অ্যাসিড এবং এন্টি অক্সিডেন্টের গুণ সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। আর লেবুর রসের গুণে ত্বকের ডেড সেল পরিষ্কার হয়ে যায়
উপকারিতা :
গোলাপ জলে রয়েছে ভিটামিন সি। এটা ত্বকের কোলাজেন বৃদ্ধি করে বলে ত্বক থাকবে টানটান, সহজে বলিরেখা পড়বে না। গোলাপের নির্যাস ত্বকের পিএইচ ভারসাম্য রাখতে সহায়তা করে। এই ফেসপ্যাকটি যদি নববর্ষের আগে মুখে লাগাতে পারেন, তাহলে তো উৎসবের দিন আপনার ত্বকের উজ্জ্বলতায় আপনি হয়ে উঠবেন সবার মধ্যে অনন্য।