বিশেষ প্রতিনিধি,
শরীয়তপুরের জাজিরায় একটি আম বাগান থেকে লতিফ মোড়ল (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লতিফ মোড়ল ইয়াসিন আকন কান্দি গ্রামের সামসুল হক মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিফ মোড়লের সঙ্গে একই গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৮ বছর আগে মেয়েটির বিয়ে হয়ে যায়। এরপরও মেয়েটির সঙ্গে লতিফ মোড়লের যোগাযোগ ছিল। শুক্রবার ওই মেয়েটির সঙ্গে মাঝিরঘাট এলাকায় দেখা করতে গিয়ে মারধরের শিকার হয় লতিফ মোড়ল। পরে রাত ১০টার দিকে পালেরচর ইউনিয়নের দড়ি কান্দি গ্রামের আম বাগানে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করলে নিহতের স্বজনরা মরদেহটি লতিফ মোড়লের বলে দাবি করে।
নিহতের ভাই সজীব হোসেন মোড়ল বলেন, বিয়ে হয়ে যাবার পরেও মেয়েটি আমার ভাইকে কল দিত। কাল ওরা দেখা করতে যাওয়ার পর আমার ভাই মারধরের শিকার হয়েছেন। এরপর আমার ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আমার ভাইকে মেরে আম গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি বিচার চাই।
বিষয়টি নিয়ে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে মনে হয়েছে গলায় ফাঁস নিয়েছে ওই যুবক। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বিস্তারিত বলা যাবে।