Friday, November 8, 2024
Homeনির্বাচনহকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী, মানিক...

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী, মানিক মাষ্টার

 

 

দোয়ারা বাজার, সুনামগঞ্জ প্রতিনিধি::

 

দোয়ারা বাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের সরকারি রেজিস্ট্রার প্রাপ্ত হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রার্থী হয়ে এসেছেন গরীব, দুঃখী, খেটে খাওয়া মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ন্যায়নীতিবান ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, জন দরদী, সাধারণ ও সাদামাটা মানুষ, পরোপকারী ব্যক্তি, এবং একজন বিশিষ্ট সমাজসেবক মোঃ মানিক মাষ্টার।

 

তিনি জুমগাঁও হকনগরের একজন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি, বাঁশতলা চৌধুরী পাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, হকনগর বাজারের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী ও প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী।

এবং ইসলাম পুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ২০ বছর যাবত ম্যানেজিং কমিটির সদস্য, হকনগর বাজার শাপলা সমাজ কল্যাণ সংস্থা (রেজি ৫৬৬)র সম্মানিত উপদেষ্টা, এবং বৃহত্তর বাঁশতলা এলাকার শালিশী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন সততা ও দক্ষতার সঙ্গে এই সব দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন। শুধু তাই নয়, তিনি সামাজিক সকল কর্মকান্ডের সাথেও নিজেকে সর্বদা নিয়োজিত রাখেন।

 

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের

স্থাপিত সাল: ২০/৭/২০০৪ ইং, এবং

রেজিস্ট্রার নং ৯৪, তা: ২৬/৯/২০০৪ ইং।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের দ্বারা এই এলাকার হতদরিদ্রতা ও অভাব দূরীকরণের একটি পথ বলে মনে করেন এই এলাকার সাধারণ কৃষক শ্রমিক দিনমজুর মানুষেরা।

 

সাক্ষাৎকারে সভাপতি প্রার্থী মানিক মাষ্টার তিনি বলেন, আমি সবসময় এতীম অসহায় হতদরিদ্র কৃষক শ্রমিক দিনমজুর মানুষের পাশে থেকে নিজের সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করি, এবং গরীব দুঃখী ও মেহনতি মানুষের ভালবাসা পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছি, মানুষের পাশে থেকে সেবা ও সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ সুযোগ সুবিধায় আরও করবো৷

 

তিনি আরও বলেন, আমি যদি নির্বাচিত হই হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির রুপ রেখা পরিবর্তন করে দিব, সরকারি সব খাত অনুদান জায়গায় জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। খেটে খাওয়া মেহনতী কৃষক শ্রমিক দিনমজুর মানুষদের জন্য এবার আমি কিছু একটা পরিবর্তন করবোই ইনশাআল্লাহ।

 

এছাড়াও তিনি আরও বলেন, হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের অনেক গুলো সরকারী সেক্টর রয়েছে শুধুমাত্র সমন্বয়ের অভাব। আমার প্রধান কাজ এখন নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা। এবং তিনি সাধারণ ভোটারদের নিকট অনুরোধ জানিয়েছেন যোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করে অবহেলিত হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে।

 

এসময় তিনি আরও বলেন, এখন আমি এলাকাবাসী সবার দোয়া ও সহযোগিতা চেয়ে হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমাকে নির্বাচিত করলে আমার জীবন আপনাদের, (জনগণের) সেবা করে নিজেকে সর্বদা বিলিয়ে দেব এবং সমাজ সেবায় সবসময়ই নিয়জিত রাখবো ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments