কবিতা,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
দুঃশাসন আর দুরাচারের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
মজলুম আর নির্বিচারের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
দেশ-জাতি আর মানবতার,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
হক হালালি আর সরলতার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
দর্জি তাঁতীর মনের ব্যথা,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
দুঃখী জনের মনের কথা।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
কুলি-মজুর চাষির মনের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
আবাল-বৃদ্ধ সুধীজনের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
স্বাধীন থেকে স্বাধীনতার,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ন্যায়ের পক্ষে আমজনতার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ফুল ফল আর গহীন বনের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
নদী নালার জেলের মনের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
চাঁদ সূরুজ ও পাখির ঝাঁকের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
স্রষ্টা আমার মাওলা পাকের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
জোৎস্না রাতে তারার মেলার,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
পাখি ডাকা ভোরের বেলার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ঐক্য হতে ধরার মাঝে,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
মিলেমিশে সকল কাজে।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ন্যায় বিচার টা পাওনা সবার,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
উদার মনের মানুষ হবার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
রাস্তা থেকে রাজপ্রাসাদের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ঘর-বাড়ি থেকে সংসদের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
সুখী দুঃখী সবার পাশে,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ভালো-মন্দ খবর আসে।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অভাবী অনাহারী আর নির্যাতনের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অত্যাচার জুলুম আর বিধবার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
এতীম অসহায় আর হতদরিদ্রর,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অন্যায়কারী আর অপরাধীর।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
মুখোশ উন্মোচন করে চাঁদাবাজির,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
প্রকাশ করে ধান্দা সব প্রতারকের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অভিযোগ আর অভিধানের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
নিরীহ মানুষ আর প্রশাসনের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
সততার সভ্যতার আর ভদ্রতার,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অসত অসভ্যতা আর অভদ্রতার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
ছোট থেকে বড়দের, কালো থেকে সুন্দরের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
নারী থেকে পুরুষের, ধনী থেকে গরীবের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
সত্য তথ্য দেয় দেশ ও বিদেশের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
রাজত্ব করে সে অনলাইন জগতের।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
আলো ফুটে ওঠে জীবনের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
শিক্ষক শিক্ষার্থী আর শিক্ষার।
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
প্রশিক্ষণের আর প্রতিষ্ঠানের,
সিলেটের কাগজ গণমানুষের কথা বলে,
অফিস অফিসার আর আদালতের।