গোয়াইনঘাট প্রতিনিধি,সিলেট::
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের আলাউর রহমানের ছেলে আব্দুল করিম(৩৪) এর উপর অতর্কিত হামলা হয়েছে।
গতকাল রাত অনুমান ৯ ঘটিকার সময় নিহাইন বাজারে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হঠাৎ করে চার থেকে পাঁচজন লোক এসে আব্দুল করিমের উপর এলোপাতাড়ি হামলা করে। আব্দুল করিম ডৌবাড়ী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশে কর্মরত রয়েছেন। বর্তমানে আব্দুল করিম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এবিষয়ে আব্দুল করিম বলেন,আমি কোন অন্যায় করিনি। এলাকায় অন্যায়ের প্রতিবাদ করেছি। কোন কারণ ছাড়াই আমার উপর হামলা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ট বিচার আশা করছি। তিনি আরোও বলেন, সিএনজি গাড়ি কেনার জন্য বাড়ি থেকে ৪২০০০( বিয়াল্লিশ হাজার) টাকা নিয়ে বের হই। আমার ওই টাকাগুলো হামলাকারীরা নিয়ে যায়।
ইতিমধ্যে এই বিষয়ে গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে উল্লেখিত হামলাকারীরা হলেন, নিহাইন গ্রামের মক্তরম আলীর ছেলে মশকুর(৩৫), মতিউর(৩০),কাওসার(২৫) সহ অজ্ঞাত আরো অনেক।
এ ব্যাপারে জানতে চাইলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম (পিপিএম) বলেন, হামলার বিষয়ে অবগত সংশ্লিষ্ট বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।