মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে
মঙ্গলবার সূর্যদোয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯ টায় স্থানীয় তিলকপুর মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও জাতূয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রদান, খেলাধূলা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, জনপ্রতিনিধি, রাজনৈতিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
এদিকে মণিপুরী ললিতকলা একাডেমি আয়োজনে ৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরষ্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।