Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটআইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মুস্তাফিজদের বাকি ম্যাচ কবে কখন?

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, মুস্তাফিজদের বাকি ম্যাচ কবে কখন?

স্পোর্টস ডেস্ক,

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের পর্দা উঠেছিল গত ২২ মার্চ। সপ্তদশ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান।

 

লোকসভা নির্বাচনের কারণে ২২ মে-৭ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপের সূচি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দ্বিতীয় ধাপের ম্যাচগুলোর আগে কোনো বিশ্রামের সুযোগ থাকছে না। ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ধাপের খেলা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে।

 

এবারের আসরে সবমিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত ৭৪টি। নির্বাচনের কারণে দ্বিতীয় অংশের ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন থাকলেও ক্রিকবাজ বলছে, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২১ মে। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে। আর ফাইনাল হবে ২৬ মে। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপকে।

 

লিগ পর্বে দলগুলো ১৪টি করে ম্যাচ খেলবে। অংশগ্রহণকারী ১০ ফ্র্যাঞ্চাইজিকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে চেন্নাইয়ের সঙ্গে রয়েছে বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, ও সানরাইজার্স হায়দরাবাদ। ‘এ’ গ্রুপে আছে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের মুখোমুখি হবে দুবার। আর অন্য গ্রুপের চারটি দলের বিপক্ষে একবার এবং ড্রয়ের মাধ্যমে বাছাই করা বাকি দলের বিপক্ষে দুবার লড়বে।

 

চেন্নাই দুবার খেলবে নিজেদের গ্রুপের বেঙ্গালুরু, গুজরাট, পাঞ্জাব ও হায়দরাবাদের বিপক্ষে। আরেক গ্রুপের দিল্লি, কলকাতা, মুম্বাই ও রাজস্থানকে তারা মোকাবিলা করবে একবার। আর ড্রতে নাম ওঠায় ভিন্ন গ্রুপের হলেও দুবার মুখোমুখি হবে লখনৌয়ের।

 

চেন্নাইয়ের লিগ পর্বের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি

 

তারিখ ম্যাচ সময়

২২ মার্চ চেন্নাই-বেঙ্গালুরু রাত সাড়ে ৮টা

২৬ মার্চ চেন্নাই-গুজরাট রাত ৮টা

৩১ মার্চ চেন্নাই-দিল্লি রাত ৮টা

৫ এপ্রিল চেন্নাই-হায়দরাবাদ রাত ৮টা

৮ এপ্রিল চেন্নাই-কলকাতা রাত ৮টা

১৪ এপ্রিল চেন্নাই-মুম্বাই রাত ৮টা

১৯ এপ্রিল চেন্নাই-লখনৌ রাত ৮টা

২৩ এপ্রিল চেন্নাই-লখনৌ রাত ৮টা

২৮ এপ্রিল চেন্নাই-হায়দরাবাদ রাত ৮টা

১ মে চেন্নাই-পাঞ্জাব রাত ৮টা

৫ মে চেন্নাই-পাঞ্জাব বিকাল ৪টা

১০ মে চেন্নাই-গুজরাট রাত ৮টা

১২ মে চেন্নাই-রাজস্থান বিকাল ৪টা

১৮ মে চেন্নাই-বেঙ্গালুরু রাত ৮টা

(বাংলাদেশ সময় অনুসারে)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments