Friday, November 8, 2024
Homeঅন্যান্যUncategorizedআবারও লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আবারও লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বিশেষ প্রতিনিধি,

 

লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম ডাকু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে এই ঘটনা ঘটে।

 

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবুল কালাম শ্রীরামপুরের (ঝালঙ্গী ডাঙ্গাপাড়া) ৪ নম্বর ওয়ার্ডের মৃত অপির উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর ঝালঙ্গী বিওপির লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তের ৮৪৮/৯এস নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি অবস্থান নেয়।

এ সময় তারা সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ১০০ গজ ভারতের ভেতরের পকেটপাড়া নামক স্থানে প্রবেশ করলে ১৬৯/ডুরাডাবড়ী বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি করে। এতেই আবুল কালাম গুলিবিদ্ধ হন।

 

এ সময় অন্যান্য সঙ্গীরা তাঁকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পুলিশ কর্মকর্তা আবু সাঈদ চৌধুরি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments