Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগসিলেট-তামাবিল মহাসড়ক যেন ‘মরণ ফাঁদ

সিলেট-তামাবিল মহাসড়ক যেন ‘মরণ ফাঁদ

 

 

নিজস্ব প্রতিবেদক

সিলেট-তামাবিল মহাসড়ক অর্থনৈতিক ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। জেলার অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং, জৈন্তাপুর, লাল শাপলার বিল, লালাখাল যাওয়ার প্রধান সড়ক এটি।

 

এছাড়া জাফলং, শ্রীপুর পাথর কোয়ারি এবং বালু মহালেরও পণ্য পরিবহনের একমাত্র সড়কও। দুর্ঘটনার কারণে চরম আতঙ্কে এ মহাসড়কে যাতায়াতকারীরা।

 

সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়ক যেন মৃত্যু ফাঁদ। বছরের শুরু থেকে আড়াই মাসে ২০টি দুর্ঘটনায় ঝরেছে ১৪ প্রাণ। আহত অর্ধশতাধিক।

 

মহাসড়কে ধীর গতির ছোট ছোট যানবাহন চলাচল, চালকের আইন না মানার প্রবণতা, বেপরোয়া গতি, ও প্রশাসনের নজরদারি না থাকাকে দুর্ঘটনার কারণ বলছেন ভুক্তভোগীরা। দুর্ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতি, আইন না মানা, প্রশাসনের অবহেলাকে দুষছে সাধারণ মানুষ।

 

আইনের কঠোর প্রয়োগ সড়ক দুর্ঘটনা কমাতে পারে বলে মত বিশিষ্টজনদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে চেকপোস্ট বৃদ্ধি ও মনিটরিংয়ের কাজ করছে জেলা পুলিশ। সিলেট-তামাবিল মহাসড়কে দ্রুত শৃঙ্খলা ফেরানোর দাবি ভুক্তভোগীদের। না হলে দীর্ঘ হবে মৃত্যুর মিছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments