Monday, November 25, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে এক রাতে ছাত্রলীগের ৪ কমিটি ঘোষণা

সিলেটে এক রাতে ছাত্রলীগের ৪ কমিটি ঘোষণা

সিলেট ব্যুরো:::

সিলেটে এক রাতে ছাত্রলীগের চারটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ইউনিটও রয়েছে। এ ছাড়া প্রায় ২৩ বছর পর সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিও ঘোষণা করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর ইউনিট পৃথক চারটি বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলো ঘোষণা দেয়। প্রতিটি কমিটিই আগামী এক বছরের জন্য গঠন করা হয়েছে বলে জানানো হয়।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ। অন্যদিকে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে দিলোয়ার হোসেন সভাপতি ও হাবিবুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১১০ সদস্যের এ কমিটিতে ৩৬ জন সহসভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে রুহেল আহমদ সভাপতি ও ইমতিয়াজ আহমদ শোভনকে সাধারণ সম্পাদক করা হয়েছেন। ৮১ সদস্যের কমিটিতে ২৫ জন সহসভাপতি ও ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন।

এদিকে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে সৈয়দ রবিউল হাসান সভাপতি ও দেবাশীষ গোয়ালা দেব সাধারণ সম্পাদক হয়েছেন। ১১৯ সদস্যের এ কমিটিতে ৩৮ জন সহসভাপতি ও ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে নোমান আহমদ সভাপতি ও জয়নাল আবেদীন ইমন সাধারণ সম্পাদক হয়েছেন। ১২১ সদস্যের এ কমিটিতে ৪১ জন সহসভাপতি ও ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন।

প্রায় ২৩ বছর পর সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি হয়েছে। সর্বশেষ এ উপজেলায় কমিটি হয়েছিল ২০০১ সালে। এর পর আর কমিটি হয়নি। এ ছাড়া দক্ষিণ সুরমা উপজেলায় সর্বশেষ ছাত্রলীগের কমিটি হয়েছে ২০১৭ সালের জানুয়ারিতে। সে হিসাবে সাত বছর পর এই উপজেলায় কমিটি ঘোষণা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments