সুনামগঞ্জ প্রতিনিধি::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার।
প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান, বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন আমি তৃণমূল গরীব দুঃখী মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম। আমার সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করেছি উপজেলাবাসীর সেবা করার। এই উপজেলার দল-মত, জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সর্বস্তরের মানুষের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। আমি জনগণের কষ্ট বুঝি, জনগণের উন্নয়ন সাধনে আমার মৃত্যুর আগ পযর্ন্ত আপনাদের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। তাদের প্রত্যাশা পূরণের জন্যই আমি আবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চাই। এই দূর্গম হাওরাঞ্চলে আমার জন্ম আমি আপনাদের এই সন্তান বিগত নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করছেন আপনাদের এই ঋণ শোধ করার মতো এই সার্মথ্য আমার কাছে নেই।
আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে উপজেলাবাসীর সেবা করার সূযোগ দিলে আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকিব।
ব্যক্তিগত জীবনে স্বচ্ছ ভাবমূর্তির সহজ সরল মানুষ হিসাবে এলাকায় পরিচিতি রয়েছে এই নেতার সাধারণ জীবন যাপনেই অভ্যস্ত। এলাকায় তাঁর জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক।
২ নং হবিবপুর ইউনিয়নের শাসখাই গ্রামের রাকেশ রঞ্জন দাস সাথে কথা বলে জানা যায় আমার জানা মতে গনেন্দ্র চন্দ্র সরকার খুব ভালো মনের মানুষ।এবং সম্ম্রান্ত পরিবারের সন্তান, বিগত উপজেলা চেয়ারম্যান থাকা কালীন উপজেলায় উন্নয়ন হয়েছে ব্যাপক। মানুষের সুখে দুঃখে সবসময়ই থাকে কাছে পাওয়া যায়। অন্যায়ের বিরুদ্ধে ও ন্যায় পক্ষে কাজ করা তার স্বভাব।বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঠিক এইবার ও সাধারণ জনগণ এক হয়ে ভোট দিয়ে থাকে পাশ করাবে বলে আশা করছি।