স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের ম্যাচে আগামীকাল ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ফিলিস্তিনকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ দুই সপ্তাহের বেশি সৌদি আরবে অনুশীলন করেছে। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন হোম ম্যাচ খেলবে কুয়েতে। বাংলাদেশ ভেন্যু শহরে পৌঁছেছে চার দিন আগেই।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দল কুয়েতে অনুশীলনরত। অনুশীলন শেষ করে ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের আগেই অবশ্য বাফুফে মিডিয়া বিভাগ বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ম্যাচ নিয়ে ভাবনা গণমাধ্যমে প্রেরণ করেছে।
ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে কাগজে-কলমে অনেক শক্তিশালী। এত শক্তিশালী হলেও অধিনায়কের কন্ঠে আশাবাদ, ‘কালকের ম্যাচের জন্য আমরা প্রস্তুত। প্রায় তিন সপ্তাহ আমরা এক সঙ্গে অনুশীলন করছি।’ এই ম্যাচে সেট পিস নিয়ে বিশেষ সতর্ক অবস্থানে বাংলাদেশ দল, ‘কোচ আমাদের যে পরিকল্পনায় খেলতে বলবেন, সেভাবে খেলতে হবে। এ ম্যাচে আমাদের সেট পিস এড়াতে হবে। বক্সের মধ্যে তারা ক্রস ফেলবে। শারীরিক দিক দিয়ে ওরা শক্তিশালী।’
ফিলিস্তিন সম্প্রতি এশিয়া কাপ খেলেছে। বেশ ফর্মে রয়েছে দলটি। স্বাভাবিকভাবেই তারা ফেভারিট। এরপরও ইতিবাচক মানসিকতা বাংলাদেশ দলের। ‘ফিলিস্তিন নিঃসন্দেহে আমাদের গ্রুপের অন্যতম সেরা দল। এ ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। আমরা এ ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামব’, বলেন বাংলাদেশের অধিনায়ক।
ফিলিস্তিন বাংলাদেশের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকলেও বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে অবশ্য সমান। দুই ম্যাচ শেষে ফিলিস্তিন ও বাংলাদেশ দুই দলেরই সমান দুই পয়েন্ট। বাংলাদেশ কিংস অ্যারেনায় মোরসালিনের গোলে ম্যাচ ড্র করেছে। বাংলাদেশ ও ফিলিস্তিন উভয় দল হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় শুরু হবে ম্যাচটি। আজ সংবাদ সম্মেলনের পর ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ দল।