Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগশ্রীমঙ্গলে ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

শ্রীমঙ্গলে ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্য, ফল ও খাদ্য উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (২০ মার্চ) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা খাদ্য পণ্যের সাথে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দ্রব্য মিশ্রণ করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিন্দুরখান বাজারে অবস্থিত ভাই ভাই বেকারী এন্ড সুইটমিটকে ১৫ হাজার টাকা, জমিলা ট্রেডার্সকে ৩ হাজার টাকা, পাল ভ্যারাইটিজ স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এসময় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। এছাড়াও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা, ন্যায্য দামে খাদ্য পণ্য বিক্রয় করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments