Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগশাল্লায় পরিসংখ্যান অফিস বন্ধ থাকায় সেবা পাচ্ছে না সাধারণ জনগণ

শাল্লায় পরিসংখ্যান অফিস বন্ধ থাকায় সেবা পাচ্ছে না সাধারণ জনগণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায় পরিসংখ্যান অফিসের বেহাল অবস্থা। ২০ মার্চ বুধবার সকাল সাড়ে ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারী শূন্য এই অফিস।

অফিস নেইমপ্লেড আছে, কিন্তু কর্মকর্তা-কর্মচারী কেউ নেই। দরজায় ঝুলানো তালা। এসময় সেবাগ্রহীতা এক ব্যক্তি বলেন, আমি অফিসে এসে দেখি অফিস বন্ধ। ফলে আমরা ভোগান্তিতে পড়েছি। সকাল থেকে কয়েকজন এসেছে, অফিস বন্ধ দেখে চলে গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা পরিসংখ্যান কর্মকর্তা কামাল উদ্দিন সাথে মুঠোফোনে কথা বলে জানা যায় আপাতত কোন অফিসার নেই। তবে অরবিন্দু দাশ নামে আমাদের একজন চেইনম্যান আছে তার মোবাইল নাম্বার দিচ্ছি তাঁর সাথে কথা বলে দেখেন। পরে সেই নাম্বারে ফোন দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জিসান বলেন, এ উপজেলায় দীর্ঘ দিন ধরে পরিসংখ্যান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে উপজেলার প্রশাসনিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত হচ্ছে সাধারণজনগণ।

তিনি বলেন,এইবিষয়টি নিয়ে জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হবে। যথা সময়ের মধ্যে সমস্যা সমাধান করা হবে বলে আশা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments