Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগবানিয়াচংয়ে ভূয়া নারী ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

বানিয়াচংয়ে ভূয়া নারী ম্যাজিস্ট্রেটের কারাদণ্ড

 

বিশেষ প্রতিনিধি::

বানিয়াচংয়ের নতুন বাজারে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের নিকট থেকে অর্থ আদায়কারী এক নারী ও তার সহযোগীকে আটক করেছে জনতা। ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী আলেমা আক্তার (২৫) শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামের জগুর আলীর মেয়ে। আর তার সহযোগী রাকিব মিয়া (১৯) একই এলাকার সাগর আলীর পুত্র।

তাদেরকে উভয়কেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭দিন করে কারাদন্ড দেয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বানিয়াচং উপজেলার নতুন বাজারে ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে ব্যাবসায়ীদের নিকট থেকে অর্থ আদায়ের বিষয়টি সাধারণ ব্যাবসায়ীরা বুঝতে পেরে অভিযুক্তদের কে আটক করেন। অভিযোগ পেয়ে তাতক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের কে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডাদেশ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণ ব্যাবসায়ীদের নিকট থেকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের জন্য ওই ভূয়া ম্যাজিস্ট্রেট ও তার এক সহকারী কখনো ম্যাজিস্ট্রেট, কখনো সাংবাদিক আবার কখনো মানবাধিকারের কর্মকর্তা পরিচয় দিয়ে বেশ কয়েকজন ব্যাবসায়ী কে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments