Saturday, November 23, 2024
Homeআন্তর্জাতিককবে নাগাদ মাঠে ফিরবেন মেসি?

কবে নাগাদ মাঠে ফিরবেন মেসি?

 

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি থাকছেন না আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে। কোপা আমেরিকার আগে আলবিসেলেস্তেদের প্রস্তুতির সময়টা মিস করতে যাচ্ছেন অধিনায়ক মেসি। যুক্তরাষ্ট্রের এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশীর ইনজুরিতে মাঠের বাইরে থেকেই দেখতে হবে নিজ দলের ম্যাচ। আর্জেন্টিনার জন্য মেসির এমন খবর বড় এক ধাক্কাই বটে।

 

সাম্প্রতিক সময়টা অবশ্য মেসির জন্য কিছুটা অস্বস্তিরই ছিল। গত মৌসুমের শেষদিকে অনেকগুলো ম্যাচই এই আর্জেন্টাইন মহাতারকা মিস করেছেন ইনজুরির জন্য। সেবারও মেসির জন্য দূর্ভাগ্য ডেকে এনেছিল এই মাংসপেশির ইনজুরি।

 

গত মৌসুমের পর মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিপর্বেও হংকং একাদশের বিপক্ষে মাঠে নামেননি মেসি। যদিও এরপরেই জাপানে খেলতে গিয়েছিলেন। সে নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। এসবের বাইরে গিয়ে সবচেয়ে বড় সত্য, মেসির শারীরিক অবস্থা অন্য যেকোনো সময়ের তুলনায় এখন নাজুক। মাংসপেশির ইনজুরিতে সত্যিই ভুগতে হচ্ছে সর্বকালের অন্যতম সেরা এই খেলোয়াড়কে।

 

মেসি এবার ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে, তা নিয়ে আছে প্রশ্ন। উত্তরটা সবার আগে দিয়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ জেরার্ড টাটা মার্টিনো। এই কোচের ভাষ্য, কনকাকাফ চ্যাম্পিয়ন কাপে মেসিকে আবার দেখা যাবে ফুটবলের মাঠে। সে অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহে মাঠে ফিরবেন মেসি।

 

‘মেসির ইনজুরি এমন, প্রতি সপ্তাহেই নজরে রাখতে হবে। বিষয়টা পরিস্কার, তার একটা লক্ষ্য আছে। সেটা হলো কনকাকাফের কোয়ার্টার ফাইনাল খেলা।’ বলছিলেন জেরার্ড মার্টিনো। সূচি অনুযায়ী, এপ্রিলের তিন তারিখ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে মেক্সিকোর ক্লাব সিএফ মনটেরির বিপক্ষে খেলবে মায়ামি।

 

ফিরতি লেগে এক সপ্তাহ পরে মনটেরির মাঠে খেলতে যাবে মার্কিন ক্লাবটি। এর আগে ৩০ মার্চ নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচ আছে মায়ামির।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments