Friday, November 8, 2024
Homeজাতীয়শ্রীমঙ্গলে জাতির পিতার ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

শ্রীমঙ্গলে জাতির পিতার ১০৪-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

 

রোববার (১৭মার্চ) সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এমপি। এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এবিএম মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ মল্লিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সার্কেল আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম,

৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: দুথু মিয়া, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মিছলু আহমেদ চৌধুরী, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, প্রচার সম্পাদক দেবাংশু সেন, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুর রহমান শহীদ, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাবের হোসেন সহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments