স্টাফ রিপোর্টার::
তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ মাটিয়ান ও গুরুমার হাওরের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
শনিবার বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধ ও স্লুইসগেট সংলগ্ন কয়েকটি বাঁধ ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গুরমার হাওরের বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন। এ সময় এমপি রনজিত চন্দ্র সরকার বলেন, তাহিরপুর উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। দু,একটি বাঁধের কাজ অসম্পন্ন রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছি ।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ,রোমান মিয়া প্রমুখ।