দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাবারড্যাম আওতাধীন উপকারভোগী কৃষকদের উপর ইজারাদারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী। রোববার (১৩ আগস্ট) দুপুরে স্থানীয় খাসিয়ামারা নদীর রাবারড্যামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আবাদি কৃষক ও কৃষক লীগ নেতা আব্দুল আউয়াল। বক্তব্য রাখেন বৃহত্তর লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, সুরমা ইউনিয়নের ইউপি সদস্য জামাল উদ্দীন, হাছন আলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, বিনয় ভূষণ পুরকায়স্থ, আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন, আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনূল হক প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে কৃষকের উপর থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় অচিরেই কঠোর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবেন বলে জানান ভুক্তভোগী কৃষকসহ এলাকাবাসী।