Saturday, November 9, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারসড়ক নিরাপত্তা কমিটির সভায় মহাসড়কে সিএনজি অটোরিক্সার পার্কিং বন্ধের সিদ্ধান্ত

সড়ক নিরাপত্তা কমিটির সভায় মহাসড়কে সিএনজি অটোরিক্সার পার্কিং বন্ধের সিদ্ধান্ত

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি::

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র মো: হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সড়ক ও জনপথের সহকারী প্রকৌশলী মো:সাইফুল ইসলাম, চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: এরশাদ আলী, সাংবাদিক সাব্বির হাসান, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি গোলাপ খান, শামীম আহমেদ, আলম খান প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা পার্কিং করে থাকতে পারবে না। মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া লাইনের কোন বাস অযথা দাঁড়িয়ে থাকতে বা পার্কিং করে থাকতে পারবে না।

পিডিএল কোম্পানির গাড়ি বা ট্রাক্টর যত্রতত্র রাখা যাবে না। ট্রাফিক পুলিশের চেকিং পয়েন্ট সুবিধাজনক স্থানে সরিয়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানযট নিরসনে ঐ জায়গা ব্যবহার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments