বিশেষ প্রতিনিধি:
বিশ্বের ৮০টি দেশকে হারিয়ে ইরানে কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা বাংলাদেশের হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রোববার রাতে এরশাদ-আম্বিয়া ফাউন্ডেশনের উদ্যোগে চুনারুঘাট ডিসিপি হাইস্কুল মাঠে বিশাল জনসভায় এ সংবর্ধনা দেওয়া হয়।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমার নির্বাচনি এলাকার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করব; যার মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনরা সরকারি বরাদ্দের পাশাপাশি আমার ব্যক্তিগত সহায়তা পাবেন। যারা সত্যিকারে ইসলামের জন্য খেদমত করে যাবেন আমি শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের পাশে আছি।
তিনি বলেন, আমি ইতোমধ্যে প্রবাসীদের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা করেছি, যে কার্ডের মাধ্যমে প্রবাসীর পরিবার আলাদা সুযোগ সুবিধা পাবেন। সারা বাংলাদেশে কী হয় সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো, আমার এলাকার সব মানুষ ভালোভাবে থাকতে পারছে কিনা।
ব্যারিস্টার সুমন বলেন, মাধবপুর চুনারুঘাটের কোনো ইমাম-মুয়াজ্জিন না খেয়ে থাকবে না, অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করলে আমি কঠোর ব্যবস্থা নেব। আমার একটাই স্বপ্ন আমি আমার এলাকাকে বদলাতে চাই।
তিনি আরও বলেন, যারা পরিবেশ নষ্ট করছে, মাদক ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করছে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার আক্তার হোসেন, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা প্রমুখ।