সাজ্জাদ মাহমুদ মনির,(সুনামগঞ্জ জেলা প্রতিনিধি):::
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকী, আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকী, টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম এবং খাদ্যবান্ধব কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ছাতক উপজেলা প্রশাসনের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক এমপি।
এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো. ইসলাম উদ্দীন, ছাতক থানা তদন্ত কর্মকর্তা সোহেল রানা, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পিনাকী ভট্রাচার্য্য, উত্তর খুরমা ইউনিয়ের চেয়ারম্যান বিলাল আহমদ, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ আলী, ছাতক অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শংকর দত্ত।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন রায়, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দীন, শিক্ষক দুলন তরফদার, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার বেলাল আহমদ, টিসিবি ছাতক পৌর সভার ডিলার কদরিছ খাঁন, টিসিবি গোবিন্দগঞ্জের ডিলার বাবলু দাস, শাকির আমিন সহ উপজেলা টিসিবি, খাদ্য বান্ধব কর্মসূচির অন্যান ডিলারগণ উপস্থিত ছিলেন।