Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগবিক্রীত জমি রেজিস্ট্রি না করে অন্যত্র বিক্রীর পায়তারা,জোরপূর্বক মাটি কাটায় বাঁধা দিলে...

বিক্রীত জমি রেজিস্ট্রি না করে অন্যত্র বিক্রীর পায়তারা,জোরপূর্বক মাটি কাটায় বাঁধা দিলে প্রাণনাশের হুমকি

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মাধবপুরে ক্রয়কৃত দখলী ভূমি থেকে অন্যায়ভাবে ভেকু মেশিন দিয়ে জোরপূর্বক মাটি উত্তোলনে বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের ফরিদ মিয়া গং এর বিরুদ্ধে।৩৩ বছর আগে ক্রয় করা জমি ক্রেতার নামে রেজিস্ট্রি করে না দিয়ে অন্যত্র বিক্রীর পায়তারা করছে ফরিদ গং।এ ব্যাপারে ওই জমির ক্রেতা মাসুক মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে ও জমির ক্রেতা মাসুক মিয়ার সাথে কথা বলে জানা যায়, অভিযোগকারী মাসুক মিয়ার পিতা মৃত তালেব আলী বিবাদী ফরিদ মিয়া ও জহিরুল ইসলামের মাতা মৃত নিশাবানুর কাছ থেকে ক্রয়পূর্বক উক্ত জমি ক্রয় করে বসতবাড়ি নির্মান করে বসবাস করে আসছিল।

বিক্রয়ের এক সপ্তাহের মধ্যে ওই জায়গা তালেব আলীকে রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল।এক পর্যায়ে নিশাবানুর নামে থাকা দলিল পর্যালোচনায় ৩৬৬৫/৮৮ নং দলিলে এসএ দাগে গড়মিল পাওয়া গেলে উক্ত ভুল সংশোধন করে দলিল সম্পাদন করে দেওয়ার কথা জানায় নিশাবানুর ওয়ারিশেরা।দীর্ঘদিনেও দলিল সম্পাদন করে না দেওয়ায় অভিযোগকারী মাসুক মিয়া হবিগঞ্জ সহকারী জজ আদালতে ১২৩ নং স্বত্ব মোকদ্দমা দায়ের করেন যা বর্তমানেও বিচারাধীন আছে।এ অবস্থায় বিবাদী ফরিদ মিয়া উক্ত জমির অর্ধাংশ ২ নং বিবাদী জহিরুল ইসলামের কাছে বিক্রয় করেছে বলে প্রচার করে পরস্পর যোগসাজসে উক্তি জমি থেকে জোরপূর্বক ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করছে।এ বিষয় ফরিদ মিয়া মাধবপুর থানায় ফরিদ মিয়া,জহিরুল ইসলাম,উবায়দুর রহমান,ছায়েদ মিয়া ও লাল খাঁর নামে একটি অভিযোগ দায়ের করেছেন।
ফরিদ মিয়ার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গতকাল ঘটনাস্থল পরিদর্শন করে বিবাদিদের মাটি উত্তোলণ বন্ধ করতে বলে এসেছেন বলে নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments