মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় নিয়ে গঠিত গণমানুষের দাবিদাওয়া আদায়ের অরাজনৈতিক বৃহত্তর সামাজিক সংগঠন জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মেলন ২০২৪ সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল ১১ টায় সিলেট প্রেস ক্লাবের ৩য় তলায় আমিনুর রশিদ হলে, সংগঠনের সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারনসম্পাদক এড. জামাল উদ্দিন এর সঞ্চালনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জৈন্তিয়ার কৃতি সন্তান সিলেট অঞ্চলের পরিচালক (স্বাস্থ্য) ডা.নুরে আলম শামীম,
বিশেষ অতিথির বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহবায়ক, ১০ নং পশ্চিম আলীর গাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মো:গোলাম কিবরিয়া হেলাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি এডভোকেট মোঃ হাসান আহমদ, এডভোকেট মোঃ আজমল আলী, মো: মাসুদ আহমদ, এড.মামুনুর রশীদ, মনির উদ্দিন আহমদ,এমদাদুল হক তুহিন, নুরুল ইসলাম, ফরিদ আহমদ শামীম, অধ্যাপক এম এ রহিম, গোয়াইনঘাট উপজেলা কমিটির আহবায়ক আহমদুল কিবরিয়া বকুল,যুগ্ন আহবায়ক আব্দুছ শহীদ, জৈন্তাপুর উপজেলা কমিটির আহবায়ক, হানিফ মোহাম্মদ, কানাইঘাট উপজেলা কমিটির আহবায়ক, মোস্তাক চৌধুরী, কোম্পানিগঞ্জ উপজেলা কমিটির আহবায়ক,এডভোকেট হাবিবুর রহমান ভুট্রু, জৈন্তিয়া কেন্দ্রীয় আইনজীবী পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল মান্নান, জৈন্তিয়া কেন্দ্রীয় সাংবাদিক পরিষদের আহবায়ক, ময়নুল ইসলাম বুলবুল, আরও বক্তব্য রাখেন ৬ নং চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ৯নং ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শুয়াইবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ন আহবায়ক প্রভাষক মো:লুৎফুর রহমান, জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সভাপতি মো:মাহফুজুল কিবরিয়া মাহফুজ, সিনিয়র সহ সভাপতি আসিফ আজহার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এডভোকেট মোঃ হাসান আহমদ, গীতা পাঠ করেন এডভোকেট রিপন চন্দ্র দাস। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গিয়াস আহমদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান আরম্ব হয় এবং নবনির্বাচিত কমিটি গঠনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উপস্থিত কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে গিয়াস আহমদ, সিনিয়র সহ সভাপতি পদে এডভোকেট মোঃ হাসান আহমদ, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সাংগঠনিক সম্পাদক পদে সামছুজ্জামান চৌধুরী নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আবুল মনসুর আহমদ, তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার অধ্যক্ষ মো: আব্দুল মতিন, রিয়াজুল আমিন, সঞ্জিত কুমার সিংহ প্রমুখ।