বিশেষ প্রতিনিধি হবিগঞ্জঃ
স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার জন্য কাঙ্ক্ষিত জনগণের পুলিশ বিনির্মাণের লক্ষ্যে হবিগঞ্জ জেলায় গত ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা যাচাই বা Physical Endurance Test অনুষ্ঠিত হয়েছে।
আগামী ০৬ মার্চ ২০২৪ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের বাছাইয়ের লক্ষ্যে আজ ০৫ মার্চ ২০২৪খ্রি. ডিউটিতে নিয়োজিত অফিসারদের করণীয় সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হবিগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।
তিনি নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট অফিসারদের দায়িত্ব ও করণীয় কর্তব্য সম্পর্কে সুষ্পষ্ট ধারণা প্রদান করেন। সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ হাসিবুল ইসলাম এর সঞ্চালনায় ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্স হতে মনোনীত প্রতিনিধি মোঃ নুরুল হুদা আশরাফী বিপিএম-সেবা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল), সুনামগঞ্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।