Sunday, November 24, 2024
Homeবিনোদনমোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ান্স এ কিং খানের অবস্থান!

মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ান্স এ কিং খানের অবস্থান!

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশাহ শাহরুখ খানের বৃহষ্পতি এখন তুঙ্গে। অভিনয় ক্যারিয়ার, অর্থপ্রাপ্তি, ব্যক্তিগত অর্জন – সবকিছুতেই যেনো তার রমরমা অবস্থা! ২০২৩ সাল মাতিয়েছেন শাহরুখ খান। বছরের শুরুতেই ‘পাঠান’ ছবির মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে তার। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। শুধু পাঠানই নয়, একই বছর তার ‘জওয়ান’ ও ‘ডানকি’ ছবি দুটিও পেয়েছে সাফল্যের দেখা। একই বছরে পরপর তিন ছবিতে বাজিমাত মোটেও চাট্টিখানি কথা নয়। শাহরুখের ক্যারিয়ারে বছরটি তার কাছে নিশ্চয়ই স্মরণীয় হয়েই থাকবে। কিং খান এবার গেলো বছরের সার্বিক অবস্থা পর্যালোচনা করে ‘দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ানস ইন ২০২৪’ শিরোনামে একটি তালিকায় স্থান পেয়েছেন এটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এই তালিকায় থাকা তারকাদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন শাহরুখ।

 

সম্প্রতি প্রকাশিত সেই তালিকায় সুপারস্টার শাহরুখ খানের অবস্থান ২৭তম। এই তালিকায় গেলো বছর তিনি ছিলেন ৫০তম অবস্থানে। এক বছরে বিপুল অগ্রগতি ঘটেছে। এর পেছনে রয়েছে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র সাফল্য। এর মধ্যে প্রথম দুটি ছবি বক্স অফিসে ইতিহাস গড়েছে। এছাড়া এই তিন ছবিতে এক বছরে সর্বোচ্চ ২ হাজার ৬০০ কোটি রুপি ব্যবসার বিরল রেকর্ডও গড়েছেন অভিনেতা।

 

জানা গেছে, শাহরুখের পর দ্বিতীয় তারকা হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তার অবস্থান ৭৯তম। এর আগে তিনি ছিলেন ৯৯তম। গেলো বছর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির সাফল্য এবং নেটফ্লিক্সে হলিউড প্রজেক্ট ‘হার্ট অব স্টোন’ দিয়ে দারুণ প্রভাব ফেলেছেন অভিনেত্রী। তৃতীয় তারকা হিসেবে রয়েছে দীপিকা পাডুকোন। তিনি রয়েছেন ৮০তম স্থানে। গেলো বছর তাকে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমায় দেখা গেছে। এছাড়া ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডেও ছিলেন তিনি। একই বছর দ্যুতি ছড়িয়েছেন অস্কার অ্যাওর্য়াডেও।

 

এরপর করণ জোহর রয়েছেন ৯৭তম স্থানে। বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গেলো বছর ছিলেন ৮৭তম স্থানে। এবার অবশ্য অনেকটা পিছিয়ে গেছেন এই তারকা। তার অবস্থান ৯৯তম স্থানে। তবে এই ৮১ বছর বয়সেও তিনি যে দাপট ধরে রেখেছেন, তা অবিশ্বাস্য। অভিনেতার ব্র্যান্ড ভ্যালু ৭৯ মিলিয়ন ডলারের বেশি।

 

উল্লেখ্য, প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। গত বছরের মতো এবারও তালিকার শীর্ষস্থানে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ক্রমানুসারে সেরা পাঁচের মধ্যে রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভগবত, চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments