Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেট৩ রানের জয়ে এক্স-ফ্যাক্টর হিসেবে যা বললেন লঙ্কান ব্যাটার

৩ রানের জয়ে এক্স-ফ্যাক্টর হিসেবে যা বললেন লঙ্কান ব্যাটার

স্পোর্টস ডেস্ক:

 

হাতের মুঠোয় থাকা ম্যাচটাকে প্রায় বের করে নিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক। ধ্বংসযজ্ঞের সূচনা করেছিলেন রিয়াদ। পরে সেটা টেনে নিয়ে গিয়েছিলেন জাকের। তবে শেষ পর্যন্ত কেউই পারেননি ম্যাচটাকে জিতিয়ে আনতে। লঙ্কানদের বিপক্ষে শেষ বলে দরকার ছিল ৫ রান। তাসকিন পারেননি। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩ রানের ব্যবধানে।

 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লঙ্কানদের পক্ষ থেকে এসেছিলেন সাদিরা সামারাবিক্রমা। জানালেন এই পিচে নিজেদের ব্যাটিংই ছিল জয়ের জন্য এক্স-ফ্যাক্টর। জয়ের পর সাদিরা বলেন, ‘প্রথমত দল হিসেবে আমরা এখানে বেশ ভালো ব্যাটিং করেছি। এখানে আমার মনে হয় বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল। আমাদের ব্যাটাররা ভালো শুরু পেয়ে পরে বড় ইনিংস গড়েছে। আমি মনে করি এখানে ব্যাটিংই ছিল এক্স ফ্যাক্টর।’

 

সাদিরা আরও বলেন, ‘শুরুতে কুশল মেন্ডিস এবং কামিন্দু মেন্ডিস আমাদের ভালো শুরু এনে দিল। পরে আমি কুশলের সাথে চালিয়ে যেতে থাকলাম। পরে চারিথ আসালাঙ্কা এসে তাণ্ডব শুরু করল। আমার মনে হয় ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পেরেছি। আমি দারুণ খুশি।’

 

ম্যাচ জয় শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ব্যাটার সামারাবিক্রমা অবশ্য জাকেরের চেয়ে মাহমুদউল্লাহর আউটকেই এগিয়ে রেখেছেন। রিয়াদের সেই আউটকেই ম্যাচ জয়ের টার্নিং পয়েন্ট হিসেবে অ্যাখা দিয়েছেন তিনি। লঙ্কান এই ব্যাটার এছাড়াও কৃতিত্ব দিয়েছেন দলের বোলাদের।

 

সামারাবিক্রমা বলেন, ‘প্রথমত আমি যখন মাহমুদউল্লাহর ক্যাচ ছেড়ে দিলাম আমার মনে হয়েছিল ম্যাচ আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে। পরে মাহিশ (থিকশানা) মাহমুদউল্লাহর উইকেট নিয়ে নিল। সেটাই টার্নিং পয়েন্ট ছিল মনে হয়। আমাদের বোলাররা বেশ ভালো বোলিং করেছে চাপের মধ্যে। মাহিশ থিকশানা দারুণ বোলিং করেছে। শেষ ওভারে দাসুন শানাকা দুর্দান্ত করেছে। এর ফলেই ম্যাচ ঘুরে গেছে (আমাদের দিকে)।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments