Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগদোয়ারাবাজারে এক অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা জোরপূর্বক ৩০ টি গাছ কেটে...

দোয়ারাবাজারে এক অসহায় পরিবারের উপর অতর্কিত হামলা জোরপূর্বক ৩০ টি গাছ কেটে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি 

 

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ঝুমগাও গ্রামের মৃত আতর উল্যাহ’র’ স্ত্রী মোছাঃ রহিমা বিবি ও তার কন্যা মোছাঃ আসমা বেগমের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে
তাদের বাড়ীর রাস্তার ছয় ফুট জমির উপর জোরপূর্বক ভাবে ৩০টি ফল সহ অন্যান্য গাছ গোড়ায় কাটিয়া প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করিয়াছেন।

শনিবার  (৩মার্চ)বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও গ্রামের মৃত আতর উল্যাহ’র’ স্ত্রী মোছাঃ রহিমা বিবি বলেন, আমি বিধবা নারী হওয়ায় আমার উপর বিভিন্ন ভাবে নির্যাতন চালাচ্ছেন প্রতিপক্ষরা।

তিনি সাংবাদীকদেরকে জানান গত ২৪/১২/২২ইং তারিখে সকাল ৮ঘটিকার সময় জহির মিয়া গংদের লোকেরা আমার উপর অতর্কিত ভাবে এই হামলা চালিয়ে আমার বসত বাড়ী থেকে জোরপূর্বক ভাবে ফল সহ অন্যান্য ৩০টি গাছ কেটে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করেছেন প্রতিপক্ষের লোকজনেরা।

এমনকি তাঁদের নির্যাতনের কারণে বাড়ীতে থাকা মুশকিল হয়ে পড়েছে আমাদের। এই ব্যাপারে সিআর মামলা নং৩৭৮/২০২২ ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালতে একটি মামলা করা হয়েছে।

সরজমিনে গিয়ে ঘটনাস্থলে জানাযায়, পার্শ্ববর্তী বাড়ির রফিক মিয়া বলেন মূল ঘটনাটি ঘটেছে রহিমা বিবির বসতবাড়ির উপর দিয়ে প্রতিপক্ষরা জোরপূর্বক ভাবে রাস্তা বানিয়েছেন এবং গাছগুলো কেটে নিয়েগিয়েছেন এমন অমানবিক নির্যাতন করেছেন প্রতিপক্ষের লোকেরা এটা অত্যন্ত দুঃখজনক। ঝুমগাও গ্রামের মুরুব্বী আলাউদ্দিন বলেন, পার্শ্ববর্তী জমিগুলো আমার। আমি বলেছি রহিমা বিবিকে প্রতিপক্ষরার যেহেতু রাস্তা নেই
আমার কাছ থেকে দুই হাত তোমার কাছ থেকে দুই হাত জমি দিয়ে প্রতিপক্ষদের রাস্তার ব্যবস্থা করে দিব। প্রথম দিকে আমার কথাগুলো রহিমা বিবি মানিয়া নিয়েছিলেন। প্রয়োজনে রহিমা বিবিকে জায়গার উপযুক্ত মূল্য দিয়ে দেওয়া হবে।

এই ব্যাপার প্রতিপক্ষদের নিকট জানতে চাইলে মোঃ জহিরুল ইসলাম বলেন, রহিমা বিবির সাথে রাস্তা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। গ্রামের একাধিক মুরুব্বীরা ১৫ থেকে ২০টি বিচার সালিশ করেছেন। মুরুব্বিদের  সিদ্ধান্ত হয়েছিল রাস্তা করতে যতটুকু জমি রহিমা বিবির কাছ থেকে যাবে সেই জমি অথবা উপযুক্ত মূল্য প্রতিপক্ষ সুজনদের রহিমা বিবি কে দিয়েদিবেন।

এই ছিল মুরুব্বীদের সিদ্ধান্ত রহিমা বিবি না মানায় এসিল্যান্ড স্যারের নিকট গিয়ে স্যার কে ঘটনাস্থলে এনে রাস্তাটাটির অনুমতি দিয়ে গিয়েছেন। গ্রামের কিছু মুরুব্বীরা উসকানি দিয়ে রহিমা বিবিকে কোটে আমাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করানো হয়েছে। বর্তমানে আমরা মামলা চালিয়ে যাচ্ছি। রহিমা বিবির সাথে আমাদের পক্ষ থেকে কোন ধরনের হুমকি দেওয়া হয় নাই ভবিষ্যতেও দিব না।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments