Friday, November 8, 2024
Homeজাতীয়চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ১৮ লাখ

চূড়ান্ত তালিকা প্রকাশ, দেশে ভোটার ১২ কোটি ১৮ লাখ

বিশেষ প্রতিনিধি:

জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার কমিশন সচিবালয়ে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

তালিকা অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন এবং নারী ভোটার ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৩২ জন।

 

সিইসি জানান, আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে ২.২৬ শতাংশ। গত বছর ২ মার্চ মোট ভোটারের সংখ্যা ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

 

এর আগে গত ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেই সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে আজ জাতীয় ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments