বিশেষ প্রতিনিধি:
দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন তারা
সিলেটে প্রায় ১০ ঘণ্টা পর পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল ৬টা থেকে ডাকা এ ধর্মঘট বিকাল পৌনে ৪টায় তুলে নেওয়ার ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন তার।
পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হল- গ্যাসের সংকট সমাধান; রাজনৈতিক মামলায় শ্রমিকদের না জড়ানো; সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন দেওয়া; পরিষেবা আইন বাতিল করা; দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় গ্রেপ্তার চারজন শ্রমিকনেতার মুক্তি।
দাবির বিষয়ে বৈঠকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ১১ মার্চ পরিবহন শ্রমিকদের নিয়ে বৈঠক করবেন।
গ্যাসের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আগামী রমজান মাস পর্যন্ত সিলেটে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। রমজানের পর মেয়র দায়িত্ব নিয়ে গ্যাসের লিমিট বাড়ানোর চেষ্টা করবেন।
এছাড়া অটোরিকশার মামলা বিষয়ে বুধবার রাত ৮টার পর সিলেট সিটি করপোরেশনে মেয়রের সঙ্গে বৈঠকে বসেছেন পরিবহন শ্রমিকরা।