Saturday, November 23, 2024
Homeবিনোদনসতর্কবার্তা ছাড়াই নাটকে মদ্যপান ও ধূমপান দৃশ্য!

সতর্কবার্তা ছাড়াই নাটকে মদ্যপান ও ধূমপান দৃশ্য!

বিনোদন ডেস্ক:

 

একটা সময় পারিবারিক বিনোদনের একমাত্র মাধ্যম ছিল টেলিভিশন। তখন সুস্থ ধারার বিনোদন চর্চা বলতে বাংলা নাটকের কথা আগে আসতো। আর টেলিভিশনকে বলা হতো ড্রইং রুম মিডিয়া। সময়ের পরিক্রমায় ও প্রযুক্তির উৎকর্ষে নাটক এখন আর ড্রইং রুমে সীমাবদ্ধ নেই। ইউটিউবসহ বিভিন্ন অ্যাপে বর্তমানে নাটক দেখছে দর্শকরা। তবে ইউটিউব ভিউ’র পিছনে ছুটতে গিয়ে নাটকে বাড়ছে অশ্লীলতা। অশ্লীল সংলাপ, পোশাক, অশ্লীল অঙ্গভঙ্গি ও বিভিন্ন ধরনের সুড়সুড়ি দৃশ্য দিয়ে দর্শক আকৃষ্ট করার প্রতিযোগিতা চলছে। এসব অশ্লীলতা নিয়ে অভিনয়শিল্পীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ এখনো করেই যাচ্ছে। যেখানে সকলে ব্যস্ত অশ্লীলতা বন্ধের প্রতিবাদে, কিন্তু সেখানে এবার আরও একটি ট্রেন্ড নাটক অঙ্গনে যুক্ত হলো। গল্পের প্রয়োজনে ধূমপানের দৃশ্য প্রদর্শন বা মদ্যপান দৃশ্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নীতিমালা মানতে হবে। কিন্তু নীতিমালা ভঙ্গ করে মদ্যপান ও ধূমপানের দৃশ্য প্রচারে দিচ্ছে না কোন সতর্কবার্তা।

 

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে মারুফ হোসেন সজীবের ‘ভালোবাসার ৫ টন’ নামের একটি নাটক। নাটকটির ৯ মিনিটের দিকে সাজু খাদেমকে মদ্যপান করতে দেখা যায়। কিন্তু এটা নিয়ে পর্দায় কোথাও ছিল না কোন সতর্কবার্তা। একই নাটকের ৩২ মিনিট ও ৩৮ মিনিটের দিকে আবারও সাজু খাদেমকে মদ্যপান করতে দেখা যায়। সেখানেও ছিল না কোন সতর্কবার্তা।

 

সপ্তাহ না যেতেই আরও একটি নাটকে দেখা যায় ধূমপানের দৃশ্যে নেই কোন সতর্কবার্তা। ভালোবাসা দিবস উপলক্ষে মাহমুদুর রহমান হিমি’র ‘সেই তুমি’ নাটকের ৩ মিনিটের দিকে অভিনেতা মুশফিক আর ফারহান ও সাব্বির আহমেদকে ধূমপান করতে দেখা যায়। কিন্তু প্রায় তিন মিনিটের ধূমপানের দৃশ্যে পর্দায় কোথাও ছিল না কোন সতর্কবার্তা।

 

‘ভালোবাসার ৫ টন’ নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, আমি সবকিছু লেবেল কোম্পানিতে পাঠিয়েছিলাম। এডিটর তাড়াহুড়ার মধ্যে কাজ করেছে। এই কারণে এমন ভুল হয়েছে। লেবেল কোম্পানিতে পাঠানোর পর তারাও খেয়াল করেনি। সবকিছু মিলিয়ে ভুলেই ব্যাপারটা ঘটে গেছে। এটার জন্য দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু বলার নেই।

 

‘সেই তুমি’ নাটক প্রসঙ্গে নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, এই সমস্যাটা হয়েছে এডিটিং প্যানেলের ভুলের জন্য। আমরা কখনোই ধূমপান বা মদ্যপানের দৃশ্য সতর্কবার্তা ছাড়া দেই না। মূলত তাড়াহুড়া করার কারণে এই ভুলটি হয়েছে। কারন আমাদের নাটকটি যে সময়ে প্রকাশ করার কথা ছিল, ওই সময়ের অনেক পরে প্রকাশ করতে হয়েছে।

 

মদ্যপান ও ধূমপান প্রসঙ্গে ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, সতর্কবার্তা আমরা সকলেই দিচ্ছি। একটা – দুইটা তো উদাহরণ হতে পারে না। যারা দিচ্ছে না তাদের আমরা অবহিত করবো এবং আমরা নির্মাতাদেরও সতর্ক করবো।

 

এই প্রতিবেদক আরও কিছু নাটক নিয়ে অনুসন্ধান করলে তিনটি নাটকে এমন দৃশ্য দেখতে পাওয়া যায়। সেগুলো হলো মাবরুর রশিদ বান্না পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’ সিজন ৩ এর এপিসোড ৭ এ শিক্ষক – শিক্ষার্থীদের ধূমপানের দৃশ্যে ছিলনা সতর্কবার্তা। ২০১৯ সালে একই পরিচালকের আরও একটি নাটক ‘ব্রেকআপ’ এ আফরান নিশোর ধূমপানের দৃশ্যেও

মুসতাক মুকুল পরিচালিত ‘গার্লফ্রেন্ডের প্রতিশোধ’ নাটকে আরশ খানের ধূমপানের দৃশ্যেও ছিলনা কোন সতর্কবার্তা।

 

এক নাটক ভক্ত বর্তমান নাটকে অশ্লীলতা, ধূমপান ও মদ্যপান একত্রে টেনে বলেন, অশ্লীল দৃশ্য, অশ্লীল সংলাপ, ধূমপান, মদ্যপান এসব নিয়ে অভিযোগ করতে গেলে পরিচালকরা সবসময় গল্পের প্রয়োজনের দোহাই দেন। কিন্তু ওইসব দৃশ্যে সংবিধিবদ্ধ সতর্কীকরণ না দেয়ার অর্থ হচ্ছে, এসব বিষয় তারা গল্পের প্রয়োজনে দেন না, আর এসব বিষয়কে কোন গুরুতর বিষয়ও ভাবেন না। আরও এক দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে অশ্লীল দৃশ্য আর অশ্লীল সংলাপ চলে, সেখানে ধুমপান/মদ্যপানের সতর্কবার্তা না দেয়া তো কিছুই না। তবে ‘অবশ্যই সতর্কবার্তা দেওয়া উচিত।

 

জানা যায়, ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাটক – চলচ্চিত্রে তামাকজাত পণ্যের প্রদর্শন বা ধূমপানের দৃশ্য দেখানো কঠোরভাবে নিষিদ্ধ করেছে। দেশি – বিদেশি সব চলচ্চিত্র, নাটক ও ডকুমেন্টারি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও এই নীতিমালা মানতে হবে। তবে গল্পের প্রয়োজনে ধূমপানের দৃশ্য দেখানোর বিধান রাখা হয়েছে। সেক্ষেত্রে যথাযথ পদ্ধতিতে তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে লিখিত সতর্কবার্তা প্রদর্শনের শর্ত মানতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments