Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটশান্তকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে মুখ খুলল সিলেট

শান্তকে অধিনায়কত্ব না দেওয়া প্রসঙ্গে মুখ খুলল সিলেট

 

ক্রীড়া প্রতিবেদক:

 

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সকের নেতৃত্ব দিচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ৫ ম্যাচে অধিনায়কত্ব করার আর খেলেন তিনি। মাশরাফি এখন ব্যস্ত রাষ্ট্রীয় আর রাজনৈতিক কাজে। তার চলে যাওয়ার পর দলটির সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন দলের নেতৃত্বের ভার গ্রহণ করেন। তাতে ভাগ্যটাও খানিক বদলেছে সিলেটের। শেষ চার ম্যাচের তিনটিতেই জয় আছে তাদের।

 

 

এরইমাঝে নতুন করে শুরু হয়েছে সিলেটের অধিনায়ক গুঞ্জন। এর পেছনেও কারণ রয়েছে। সিলেটেরই তারকা ওপেনার নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের হয়ে সব ফরম্যাটে নেতৃত্ব পেয়েছেন। জাতীয় দলে অধিনায়ক হওয়া শান্তর নিজের ফ্র্যাঞ্চাইজিতে নেতৃত্ব না পাওয়া নিয়ে আলোচনা শুরু হয়।

 

ঠিক কি কারণে সিলেট দল তাকে নেতৃত্ব দিল না, এ নিয়ে ছিল গুঞ্জন। অনেক আলোচনা বাতাসে ভাসলেও তবে সিলেট দলের প্রধান কোচ রাজিন সালেহ আজ (বৃহস্পতিবার) জানিয়েছেন শান্তকে অধিনায়ক বানানোর কারণ।

 

 

রাজিন বলেন, ‘সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তিন ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। ওকে আমি কোচিং করাচ্ছি, আমি অনেক ভাগ্যবান এবং গর্বিত। ওর সাথে সবসময় কথা হয়। আমার মনে হয় না মানসিকভাবে পিছিয়ে গেছে। একজন খেলোয়াড়ের অফ ফর্ম, খারাপ সময় যেতেই পারে। আমরা সবসময় ওর পাশে আছি। শান্ত রান করলে খেলা ডিফারেন্ট হয়ে যেত। দলের অবস্থান অন্য জায়গায় থাকত।’

 

 

রাজিন আরো বলেন, ‘এটা শান্তর তরফ থেকে আসেনি, ম্যানেজমেন্টের তরফ থেকে এসেছে। টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।’

 

শান্তর ব্যাটে এই বিপিএলে খুব একটা রান নেই। এর ব্যাখ্যা দিতে গিয়ে রাজিন বললেন, ‘খেলোয়াড়দের ব্যাড প্যাচ গেলে তাকে ব্রেক দিতে হয়। গত ২ ম্যাচে ৩ নম্বরে খেলেছে। এমন না যে টাচে নেই, টাচে আছে। ইনশাআল্লাহ এখান থেকে ফিরে আসবে এবং বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দিবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments