ক্রীড়া প্রতিবেদক:
চলমান বিপিএলে পাঁচ ম্যাচ খেলার পর আর মাঠে নামেননি মাশরাফি বিন মুর্তজা। মূলত জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পাওয়ার পর ব্যস্ততা আরও বেড়েছে ম্যাশের। এ ছাড়া ফিটনেস নিয়েও ভুগছিলেন। সব মিলিয়েই বিপিএল থেকে বিরতিতে যান তিনি। তবে চলতি বিপিএলে কি আর দেখা যাবে কি না, এমনও ছিল।
মাশরাফিকে নিয়ে আজ গণমাধ্যমে কথা বলেছেন সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ। তিনি বলছিলেন, ‘ওর (মাশরাফি) সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে ওর অফিস নিয়ে খুব ব্যস্ত। যার কারণে এখন পারবে না। হয়ত পরের বছর আবার ভালোভাবে কামব্যাক করবে। মাশরাফির সাথে সবসময় আমাদের কথা হয়। কীভাবে কী করা যায় এসব নিয়ে ম্যানেজমেন্ট ওর সাথে কথা বল।
টুর্নামেন্টে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে সিলেট। তবুও প্লে অফের আশা করছেন প্রধান কোচ রাজিন, ‘আশা করছি ৩টি ম্যাচ যদি জিততে পারি, হয়ত প্লে-অফ খেলতে পারব। আমরা তো ৩টি ম্যাচ জিতেছি। এখনও আশায় আছি। বাকি ৩টি ম্যাচ জেতার জন্য যাব। বাকিটা দেখা যাক। আমাদের প্রথম লক্ষ্যই ছিল কোয়ালিফাই করা। আমাদের জন্য কামব্যাক করা কষ্ট হয়ে গেছে।’
টানা ৫ ম্যাচে হারের সিলেট সেই বিষয় নিয়ে এই কোচ বলেন, ‘টি-২০ মোমেন্টামের খেলা। আমরা প্রথমে মোমেন্টাম ধরতে পারিনি। বেশিরভাগ ম্যাচে টপ অর্ডার কলাপ্স করেছে, এখানে পিছিয়ে গেছি। এখন একটু স্যাটেল হয়েছি। এজন্য ৩টি ম্যাচ জিততে পেরেছি।’