Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটবয়সভিত্তিক পর্যায়ে সফল হান্নান এবার জাতীয় দলের নির্বাচক

বয়সভিত্তিক পর্যায়ে সফল হান্নান এবার জাতীয় দলের নির্বাচক

স্পোর্টস ডেস্ক:

 

প্রধান নির্বাচকের পদ থেকে বাদ পড়লেন মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও তার নির্বাচক প্যানেল থেকে বাদ পড়েছেন হাবিবুল বাশার সুমনও। নান্নুর পরিবর্তে দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর হাবিবুল বাশারের জায়গায় যুক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার।

 

এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক প্যানেলে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। যেখানে নেতৃত্ব দিয়েছেন নান্নু। গেল বছরের ডিসেম্বরে বিসিবির নির্বাচক প্যানেলের চুক্তি শেষ হয়। দলের ভরাডুবি ও খেলোয়াড় নির্বাচন নিয়ে নানা সময়ে সমালোচনা হয়েছে সদ্য বিদায়ী নির্বাচক প্যানেল নিয়ে।

 

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর নির্বাচক প্যানেল থাকবে কি থাকবে না এমন জল্পনা থামল আজ সোমবার বিসিবির বহুল আকাঙ্ক্ষিত বোর্ড মিটিং শেষে। বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানালেন, চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর নবায়ন করা হয়নি নান্নুর।

 

এ ছাড়া বাদ পড়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও। তার স্থলাভিষিক্ত হয়েছেন বয়সভিত্তিক দলের নির্বাচক হান্নান সরকার। তিনি লম্বা সময় ধরেই অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন।

 

২০২০ সালে যুব বিশ্বকাপে বাংলাদেশ দল চ্যাস্পিয়ন হয়েছিল। সেই দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন হান্নান। আজকের শরিফুল ইসলাম, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রা তার হাত ধরেই অনূর্ধ্ব-১৯ দলে এসেছিল। সবশেষ গেল বছর এশিয়া কাপ জয় করে বাংলাদেশের যুবারা, সেই দলের নির্বাচকও ছিলেন হান্নান সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments