Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারজাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শ্রেষ্ঠ চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::

জাতীয় শ্রেষ্ঠ শ্রীমঙ্গলের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার ১১ই ফেব্রুয়ারি ছিল বার্ষিক ক্রীড়া ও ১২ই ফেব্রুয়ারি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের (ক ও খ) দুই বিভাগে বিভক্ত করে ৩৮টি ইভেন্টে খেলাধুলার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক প্রনবেশ অন্তু চৌধুরী ও মিতালী দেব এর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। বিদ্যালয়ে প্রধান শিক্ষক জহর তরফদার বলেন, বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য, সংঙ্গীত ও কবিতা আবৃতি উপভোগ করেন, প্রধান অতিথি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।
এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩৮টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও আমন্ত্রিত অভিভাবক মহিলা ও বিদ্যালয়ের মহিলা শিক্ষকদের জন্য ‘বালিশ খেলা’ এবং পুরুষ অভিভাবক ও বিদ্যালয়ের পুরুষ শিক্ষকদের জন্য টেনিস বল নিক্ষেপ এ খেলাটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অভিভাবকরা বলেন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার আনতে সন্তানরা বেশ আগ্রহী হয়ে উঠে যা দেখতে তাদের ভালো লাগে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments