Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটভাগ করে খাই’- ব্যতিক্রমী উদ্যোগে সিলেট স্ট্রাইকার্স 

ভাগ করে খাই’- ব্যতিক্রমী উদ্যোগে সিলেট স্ট্রাইকার্স 

স্পোর্টস ডেস্ক:

সিলেট স্ট্রাইকারর্স, চাও-ম্যান রেস্টুরেন্ট, এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে উদ্বোধন হলো সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো প্রকল্প ‘ভাগ করে খাই’। এই ব্যতিক্রমী মহৎ উদ্যোগে চাও-ম্যান রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবেন, ঠিক একই সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান পরের দিন খাবার খাওয়াবে।

 

মানে প্রত্যেক কাস্টমারের খাবারের বিপরীতে একজন সুবিধাবঞ্চিত মানুষকে চাও-ম্যান রেস্টুরেন্টের পক্ষ থেকে খাওয়ানো হবে।

 

 

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার খাওয়ানোর মাধ্যমে ‘ভাগ করে খাই’ প্রকল্পের উদ্বোধন করেন। শান্ত আরও বলেন, ‘এই উদ্যোগের সঙ্গে থাকতে পারায় নিজেকে ধন্য মনে করছি এবং এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানাই।’

 

 

এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং খেলোয়াড়, চাও-ম্যান রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ফখর উদ্দিন এবং আসহাবুস সাফা এই উদ্যোগটি উদ্বোধন করেন।

 

আরও উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা প্রিমিয়ারের লোকাল প্রেসিডেন্ট আসহাবুস সাফা, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গাজী নাইম মনজুর, লোকাল ভাইস প্রেসিডেন্ট সাইদ জিয়াউল আহসান, কমিটি চেয়ার আইমান বিন নাসিম, সেক্রেটারি জেনারেল গাজী শাহরিয়ার মৃদুল ও অন্য জেনারেল মেম্বাররা।

 

‘ভাগ করে খাই’ প্রকল্পের মাধ্যমে সারা বছর অসংখ্য অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments