রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি::
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা -২০২৪ইং ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ২ নং বদলপুর ইউনিয়নের পাহাড় পুর ফুটবল খেলার মাঠে উক্ত অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় দুপুর ১২টা থেকে আজমিরীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি। খেলার মধ্যে ছিল ছেলে মেয়েদের ১০০ মিটার ও ৫০ মিটার দৌর, জুড়িতে মারবেল নিক্ষেপ, দীর্ঘ লাফ, চামচ মুখে রেখে দৌড়, অংক দৌড়, চকলেট খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল নিত্য, আধুনিক গান, যেমন খুশি তেমন সাজা। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয় ছাত্র ছাএীদের কে।
অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক/ শিক্ষিকা বৃন্দ ও দপ্তরীবৃন্দ মিলে অনুষ্ঠান কে সার্বিক সহযোগিতা করেন। ইউনিয়নের ১৬টি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অজিত কুমার দাস, রাজকুমার দাস,নান্টু পুরকায়স্থ, রনজিত দাস,মর্তুজা হাসান,নিকেশ দাস, স্বপন কুমার দাস, আশিষ কুমার দাস, নীলকান্ত দাস,মিনাল কান্তি দাস, মঙ্গল চরন দাস, গোলাম মোস্তফা, শিক্ষিকা হেলেনা চৌধুরী, সমাপ্তি রেখা সরকার, শিল্পী মিএ,সাগরিকা পুরকায়স্থ, পপি রানী সরকার, দীপা রানী দাস প্রমুখ।