Friday, November 8, 2024
Homeঅন্যান্যUncategorizedরোজ একটি কাজে বেড়ে যাবে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা

রোজ একটি কাজে বেড়ে যাবে ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা

স্বাস্থ্যসেবা:

 

দারুন একটি খাবার উপকরণ কিশমিশ। রান্নায় কিশমিশ দিলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। অনেকে আবার এমনিতেও কিশমিশ খান। তবে পুষ্টিবিদদের মতে, রান্নায় দিয়ে কিংবা শুধু খাওয়ার বদলে কিশমিশ ভিজিয়ে খেতে পারলে বেশি উপকার পাওয়া যায়। এখন জেনে নেওয়া যাক ভেজানো কিশমিশ খেলে যেসব উপকারিতা পাওয়া যায়।

 

হজমশক্তি বাড়ায় :

ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। হজমশক্তি ঠিক রাখতে ফাইবার দারুণ সাহায্য করে। আর তাই হজম ঠিকঠাক হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকটা কমে যায়।

 

আয়রন সমৃদ্ধ :

আয়রনের খুব ভালো উৎস কিশমিশ। বিশেষ করে ভেজানো কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই আয়রনের অভাবজনিত রোগ অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কমাতে কিশমিশ বিশেষ ভূমিকা পালন করে।

 

হৃদরোগে জন্য উপকারী :

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ভেজানো কিশমিশের জুড়ি মেলা ভার। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃৎপিণ্ড ভালো থাকে। এছাড়াও কিশমিশে রয়েছে পটাশিয়ামের মতো খনিজ, যা হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত উপকারী।

 

হাড়ে পুষ্টি যোগায় :

কিশমিশ ক্যালশিয়াম সমৃদ্ধ একটি খাবার। বিশেষ করে ভেজানো কিশমিশ ক্যালশিয়ামের খুব ভালো উৎস। এই কারণে হাড়ের যত্ন নিতে কিশমিশের উপর ভরসা রাখতে পারেন। কেননা কিশমিশ খেলে ক্যালশিয়ামের ঘাটতি পূরণ হয়।

 

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ :

কিশমিশে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট। অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে। ফ্রি র‌্যাডিক্যাল হৃদরোগ এবং ক্যানসারের মতো রোগের কারণ হতে পারে।

 

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে :

ওজন নিয়ন্ত্রণে রাখতে কিশমিশ ভালো বিকল্প হতে পারে। কিশমিশে রয়েছে ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। ফলে বার বার খাবার খাওয়ার প্রবণতা কমে যায় এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে।

 

দৃষ্টিশক্তি উন্নত করে :

কিশমিশ চোখেরও যত্ন নেয়। কিশমিশে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং বয়সজনিত চোখের সমস্যাও প্রতিরোধ করে।

 

ত্বকে পুষ্টি যোগায় :

কিশমিশে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য উপকারী। এসব উপাদান ত্বককে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

 

এছাড়াও আরও রয়েছে, #কিসমিস _উপকারিতা

 

✅ ভেজানো কিসমিস খাওয়ার উপকারিতা-

 

১. ব্লাড প্রেসার

২. রক্ত স্বল্পতা কমায়

৩. হজমশক্তি বাড়ায়

৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

৫. বিষমুক্ত শরীর

৬. কোষ্ঠকাঠিন্য কমায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments