Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগবীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধি::

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ সকালে গ্রন্থাগারে বই পাঠ, আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। এবারের গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘গ্রন্থাগারে বই পড়ি/স্মৃার্ট বাংলাদেশ গড়ি।’

গ্রন্থাগারের পাঠক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক পার্থ দাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রিপন দাশ প্লাবন, পাঠক ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক প্রতীক দাশ, গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ, সদস্য দুর্জয় দাশ, দ্বীপ দাশ, জিৎ দাশ সহ বিভিন্ন পর্যায়ের পাঠক ও সদস্য। বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন- গ্রন্থাগার দিবস উদযাপন করা সরকারের একটা সময়োপযোগী সিদ্ধান্ত। বর্তমান সময়ে মানুষ বই বিমুখ হয়ে যাচ্ছে। এ দিবসটি আমাদেরকে বই পাঠে মনোযোগী ও উৎসাহী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ আমাদের জাতীয় এই কর্মকান্ডে অংশ গ্রহনের সুযোগ করে দিয়েছে এবং আমার এখানে বসে বিভিন্ন বিষয়ের বই পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কাজেই আমাদের সবার উচিত গ্রন্থাগারের মাধ্যমে অনুষ্ঠিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে বই পড়া ও পাঠাগার আন্দোলনকে ছড়িয়ে দেওয়া এবং ছাত্র-ছাত্রী সহ সকল পর্যায়ের মানুষকে বই পড়তে উৎসাহী করতে কাজ করা। এসময় বিভিন্ন লেখকের বই পাঠ করা হয়। বই পাঠ ও আলোচনা সভা শেষে র‍্যালী অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments