উপজেলা প্রতিনিধি::
গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জামাল আহমেদ জাতীয় ভলিবল দলের নিয়মিত খেলোয়াড় হওয়ার যোগ্যতা লাভ করেন।
সে সিলেট বিভাগের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিমধ্যে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২১দিনের সরকারি প্রশিক্ষনে আছেন।
জামাল তার বক্তব্যে বলেন ” আমি আমার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সকল স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমার বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।
জামাল আহমদ এর অভিভাবক নিজাম উদ্দিন বলেন ” কিছুদিন আগে আমার ভাইকে গ্রামের এক কুচক্রীমহল অন্যায় ভাবে ভলিবল খেলা থেকে নামিয়ে দেয়, সেই জেধে সে আরো বেশী প্রেকটিসে মনোযোগী হয়। আমি সে-সকল ভাইদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। রাখে আল্লাহ মারে কে সবার দোয়া আন্তরিক সহযোগিতা আজ আমার ভাই জাতীয় দলে খেলার সুযোগ লাভ করে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
আমি তার স্কুলের স্যারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি”
জানা যায় জামাল আহমদ উপজেলার তোয়াকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলতৈলছগামের ফয়জুর রহমান ও হালিমা বেগমের ৮ম সন্তান, তার আরেক ভাই দুলাল আহমদ বিজিবিতে কর্মরত রয়েছে।