Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে চা-বাগানের ব্যবস্থাপকের বাংলো থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে চা-বাগানের ব্যবস্থাপকের বাংলো থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্থাপকের বাংলো থেকে বিরল প্রজাতির ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানের সহকারি ব্যবস্থাপক এ এইচ এম সাদিকুল রহমানের বাংলো থেকে এ দুর্লভ প্রজাতির হলুদ-ছাপ বিশিষ্ট ঘরগিন্নি সাপ উদ্ধার করেছেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানা,আজ সকালে উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ব্যবস্থাপকের বাংলোতে সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতঙ্কিত হয়ে পরেন এবং আমাকে মুঠোফোনে খবর দেন। খবর পেয়ে বাংলোতে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে সাপটিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা সাপটি হলুদ-ছাপা ঘরগিন্নি সাপ। সাপটির ইংরেজি নাম ব্যান্ডেড ওলফ স্ন্যাক। এটি একটি বিরণ প্রজাতির নির্বিষ সাপ।

 

এই সাপ নিশাচর, তবে একে দিনেও দেখতে পাওয়া যায়। প্রায় ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এই প্রজাতির সাপ। সাধারণত বনজঙ্গল, ফসলের জমি, ছোট ঝোপঝাড়, পুরোনো ঘরের কোণে বসবাস করে এরা।

 

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত সাপটি সুস্থ আছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments